নিউজসুপার কলকাতা, ০৭ এপ্রিল ২০২৫:
যাত্রী সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শ্রী অসিত কুমার পাল, চিফ ইনস্পেক্টর অব টিকিট (CIT), শিয়ালদহ (SDAH)। ৪ এপ্রিল, ২০২৫ তারিখে ট্রেন নম্বর ১২৩৫৮ দুর্গিয়ানা এক্সপ্রেস-এ রুটিন পর্যবেক্ষণ চলাকালীন তিনি একটি অবহেলিত ব্যাগ উদ্ধার করেন, যার মধ্যে ছিল ১,০৩,৮২০ নগদ টাকা ও বিভিন্ন ব্যক্তিগত সামগ্রী।
ব্যাগটি খালি অবস্থায় পড়ে থাকতে দেখে, শ্রী পাল অবিলম্বে সতর্কতার সঙ্গে এর নিরাপত্তা নিশ্চিত করেন ও মালিকের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। পরবর্তীতে, ব্যাগটি কলকাতা স্টেশনে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর হাতে তুলে দেওয়া হয়। RPF এখন ব্যাগের মালিককে শনাক্ত করতে এবং যোগাযোগ স্থাপন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে রেল কর্মীরা যাত্রীদের নিরাপত্তা রক্ষায় কতটা সতর্ক ও দায়িত্বশীল। শ্রী পাল-এর সময়োচিত এবং সততার সাথে নেওয়া পদক্ষেপ রেলওয়ের Lost & Found ব্যবস্থাপনায় দক্ষতার পরিচয় বহন করে।
শ্রী জসরাম মীনা, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, শিয়ালদহ বলেন, “আমাদের কর্মীদের সততা ও নিষ্ঠাই প্রতিষ্ঠানের ভিত্তি। শ্রী পালের এই দৃষ্টান্তমূলক কাজ সকল কর্মীর কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।”
শ্রী দীপক নিগম, ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এই প্রসঙ্গে বলেন, “আমরা আমাদের এমন কর্মীদের প্রতি কৃতজ্ঞ, যারা যাত্রীদের কল্যাণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী পালের এই পদক্ষেপ রেলওয়ের মূল্যবোধ ও সেবার মানকে তুলে ধরে।”
শিয়ালদহ বিভাগ সকল যাত্রীকে নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রা অভিজ্ঞতা প্রদানে অঙ্গীকারাবদ্ধ এবং শ্রী অসিত কুমার পাল-এর অসাধারণ কাজের জন্য আন্তরিক অভিনন্দন জানায়।